রাতের শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত। এমন খবর জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে পরবর্তী সময়ে আবারও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কবে থেকে তা কার্যকর হবে, পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তাঁরা।
কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাত্রিকালীন একটি পরিষেবা চালানো হয়। ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম— এই দু'প্রান্ত থেকেই রাত ১০টা ৪০ মিনিট নাগাদ একটি করে বিশেষ পরিষেবা চালান মেট্রো কর্তৃপক্ষ। গত জুন মাস থেকে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা চলছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ শুধুমাত্র ওই পরিষেবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবৃতি জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, খুব কম সংখ্যক যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব-নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ টিকিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে প্রত্যেক যাত্রীকে। ১০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই ওই অতিরিক্ত ভাড়া নেওয়া হবে বলেও জানানো হয়। তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মেট্রোরেল কর্তৃপক্ষ। শুধুমাত্র টিকিটের ভাড়া দিয়েই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন