দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে জানিয়েছে, দিল্লি এমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মনমোহনের বয়স ৯২ বছর। তাঁর কী সমস্যা হচ্ছে, কেন হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হল, এখনও তা স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রে দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বলেও তাঁর দফতরের সূত্র উল্লেখ করে দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন