সামনেই ভোট। আর তার আগে কল্পতরু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার পুরোহিতদের প্রতি মাসে ১৮০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিলেন তিনি। দিল্লিতে নির্বাচনে জয়ী হলে পুরোহিতদের পাশাপাশি গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ ভাতা দেওয়ার কথা জানিয়েছেন কেজরিওয়াল। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি জয়ে হিন্দু ও শিখ ভোট টার্গেট আপ সুপ্রিমোর। সোমবার সাংবাদিক সম্মেলনে কেজরি বলেন,"পুরোহিত ও গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। নিঃস্বার্থ ভাবে সমাজকে সেবা দিচ্ছেন। দুর্ভাগ্য যে কেউ তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দেয়নি।" দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে পুরোহিতদের ভাতা প্রদানে নাম নথিভুক্তকরণ শুরু হবে। রাজধানীর হনুমান মন্দিরে তিনি নিজেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। সাংবাদিক সম্মেলনে বিজেপিকে খোঁচা দিয়ে কেজরি বলেন, "আমি বিজেপিকে অনুরোধ করছি নিবন্ধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবেন না। এটা আটকানো পাপ করার সমান হবে। কারণ ওঁরা (পুরোহিত ও গ্রন্থিরা) ঈশ্বরের সঙ্গে আমাদের সেতু তৈরি করেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন