বিজেপি নেতা কবীরশঙ্কর বোসের বিরুদ্ধে সিবিআই তদন্ত। তৃণমূল কর্মীদের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চ। এমন খবর পাওয়া গিয়েছে আদালত সূত্রে।
ঘটনাটি ২০২০ সালে। তিনি শ্রীরামপুর এলাকায় বিজেপির হয়ে প্রচার করছিলেন। সে সময়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন, কবীরশঙ্কর বোস, তৃণমূল কর্মীদের ওপর হামলা করেছেন, বিশেষত মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছেন। সে সময়ে দুটি এফআইআর দায়ের করা হয়। রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।
এই ঘটনায় বিজেপি নেতা কবীরশঙ্কর বোস এই এফআইআর-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, কবীরশঙ্কর বোসের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শত্রুতা রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও তাঁরা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের তদন্তের ওপর ভরসা রাখতে চায়নি। সে কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, এই কেসের যাবতীয় তথ্য সিবিআই-এর হাতে হস্তান্তর করতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন