মেলবোর্ন টেস্টে প্রথম দিনের শেষে ভাল জায়গায় অস্ট্রেলিয়া। টস জিতে শুরুতে ব্যাটিং নিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের শেষে অজিরা তুলে ফেলেছে ৩১১ রান। পড়েছে ছয় উইকেট। দিনের শেষে উইকেটে আছেন স্টিভ স্মিথ (৬৮) ও অধিনায়ক প্যাট কামিন্স (৮)। যদিও শেষবেলায় বুমরার ভেলকিকে কিছুটা স্বস্তিতে টিম ইন্ডিয়া।
এদিন ভারতীয় দল মেলবোর্নে শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নেমেছে। দলে এসেছেন পারথ টেস্ট খেলা স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রোহিত ম্যাচের আগেরদিনই ইঙ্গিত দিয়েছিলেন, দুই স্পিনারে খেলতে পারেন। সেটাই হল। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে এই প্রথম ভারত প্রথম একাদশে রাখল দুই স্পিনারকে। আর অস্ট্রেলিয়া দলে হয়েছে দুটি বদল। ওপেনার ন্যাথান ম্যাকসুইনির জায়গায় প্রথম একাদশে এসেই অভিষেকে বাজিমাত করেছেন ১৯ বছরের তরুণ ওপেনার স্যাম কনস্টাস। ৬০ রান করেছেন। ছক্কা মেরেছেন বুমরাকে। আর চোটের জন্য ছিটকে যাওয়া হ্যাজলেউডের জায়গায় খেলছেন বোলান্ড।
এদিন প্রথম উইকেটে ওঠে ৮৯ রান। দুই ওপেনারই পান হাফ সেঞ্চুরি। কনস্টাসের পাশাপাশি উসমান খোওয়াজা করেন ৫৭। জুটি ভাঙেন জাদেজা। ফেরান কনস্টাসকে। বুমরার বলে ফেরেন খোওয়াজা। লাবুসেন ও স্টিভ স্মিথের জুটি অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছিল। ৭২ রান করা লাবুসেনকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু একটা দিক ধরে রেখেছেন স্মিথ।
লাবুসেন যখন আউট হন, তখন অজিদের রান ২৩৭/৩। আচমকাই সেখান থেকে ২৯৯/৬ হয়ে যায় অস্ট্রেলিয়া। সৌজন্যে সেই বুম বুম বুমরা। পরপর ফেরান ভয়ঙ্কর ট্রাভিস হেড (০) ও মিচেল মার্শকে (৪)। মাথাব্যথা হয়ে ওঠা হেডকে বোল্ড করেন বুমরা। দিনের শেষে নতুন বলে আকাশ দীপ ফেরান অ্যালেক্স ক্যারিকে (৩১)। খেলা শেষে সামান্য স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন