শেষরক্ষা হল না। ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকর জাকির হুসেনের পথ চলা। প্রয়াত উস্তাদ জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল। হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। শেষপর্যন্ত সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী জাকির হুসেনের পরিবারের পক্ষ থেকেই তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন। তাঁর প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়ে ছিল। সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে তবলাবাদক প্রয়াত হয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন