শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বৈভব সূর্যবংশীদের দাপটে ৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর টানা তিন ম্যাচ জিতল মহম্মদ আমানরা। ফাইনালে তাদের সামনে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারা। চেতন শর্মার দুই উইকেটের সাহায্যে ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবেসিংহে। ১১০ রানে ৬৯ রান করে সে। শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ করে। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেয়। চেতন শর্মা ৩৪ রান দিয়ে ৩ উইকেট তোলে। আয়ুষ মাত্রের শিকার ২ উইকেট। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। জবাবে বিন্দুমাত্র চাপে পড়তে হয়নি ভারতীয় ব্যাটাররা। আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটিতেই প্রয়োজনীয় রানের অর্ধেক উঠে যায়। ২৮ বলে ৩৪ রান করে আউট হয় আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করে ২২ রান। কিন্তু একদিক থেকে ধ্বংসযজ্ঞ চালায় বৈভব। ১৩ বছর বয়সি ক্রিকেটারকে আইপিএলে নিলামে ১.১০ কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। সেটার প্রমাণ দিল বৈভব। ৫টি ছক্কার সঙ্গে ৬টি চারও মারে সে। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৭ রানে থামে তার ইনিংস। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। তখনও হাতে ছিল ৭ উইকেট। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে চলে গেল বাংলাদেশও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের এশিয়া সেরা হওয়ার লড়াই ৮ ডিসেম্বর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন