বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা। বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, এই বিমানে শতাধিক যাত্রী ছিলেন। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, কিছু যাত্রীর বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দেশের মন্ত্রকের তরফে বলা হয়েছে, জরুরি সেবার বিভাগ দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। বিমান দুর্ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি দ্রুত মাটির দিকে নেমে আসছে, এর পর সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ভিডিওতে দেখা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ আসছে। এর পর বাতাসে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। রাশিয়ান বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স দ্বারা পরিচালিত। বিমানটি আজেরবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। ঘন কুয়াশায় মোড়া ছিল চারিদিক। সেই কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটল কি না, তা যদিও পরিষ্কার নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন