দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে এ দিন গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিলেন আপ প্রধান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, দিল্লির নির্বাচন নিয়ে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদিও সেই খবরকে এ দিন গুজব বলেই খারিজ করে দিয়েছেন কেজরীওয়াল৷ আপ-এর এই সিদ্ধান্ত অবশ্যই ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা।
কেজরিওয়াল এ দিন জানিয়ে দিয়েছেন, নিজের শক্তিতেই দিল্লির বিধানসভা নির্বাচনে লড়বে আপ। এবারের নির্বাচনে জিতলে ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে কেজরিওয়ালের সামনে।
দিল্লির রাজনৈতিক মহলে খবর ছড়িয়েছিল, কংগ্রেসকে হয়তো ১৫টি আসন ছেড়ে দিতে পারে আপ। ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের জন্যও আপ দু-একটি আসন ছাড়তে পারে বলেও খবর ছড়িয়েছিল। কেজরীওয়ালের এ দিনের ঘোষণায় সেই সমস্ত জল্পনাতে ইতি পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন