বালিচুরি রুখতে আবারও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি। এবার প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সব জেলার পুলিশ সুপারদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি। নদী থেকে কীভাবে বালি তোলা হবে, সে ব্যাপারে কথা হয়। বড় নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের সাহায্যে টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারের মাধ্যমেই বালি বিক্রি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের ফলে উঠে আসা সিদ্ধান্ত নিয়ে খুব শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও খবর সুত্রের। বালি চুরি রুখতে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপরও বিভিন্ন জেলা থেকে বালি চুরির অভিযোগ সামনে আসে। তা রুখতেই সম্প্রতি মুখ্যসচিব সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দামোদর, অজয়ের বড় নদ-নদীর ক্ষেত্রে মাইনিং কমিশনের মাধ্যমে ছোট ছোট ব্লক করে টেন্ডার ডাকা হবে। টেন্ডারের মাধ্যমে বালি বিক্রি হবে। ছোট নদীর ক্ষেত্রে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন