নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। যত সময় এগোচ্ছে নিয়োগ ঘিরে জটিলতা বেড়েই চলেছে। রাজ্যে বাম সরকারের আমলে শিক্ষক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ। পূর্ব মেদিনীপুরে ২০০৯ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমস্ত নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের নির্দেশ, দ্রুত জেলাশাসককে সমস্ত নথি বাজেয়াপ্ত করতে হবে । বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে । আইনজীবী মহলের অনুমান, পরবর্তী শুনানিতে জেলাশাসককে সমগ্র নিয়োগ প্রক্রিয়ার তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে আদালতের তরফে ।
নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেন মৃণালকান্তি মাইতি বলে এক ব্যক্তি।
মঙ্গলবার মামলার ফের শুনানি হয়। শুনানি শুরু হতেই উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, সেই বছরের সমস্ত নথি বাজেয়াপ্ত করতে হবে জেলাশাসককে। বিচারপতির এই নির্দেশের পর তৃণমূল সমর্থিত আইনজীবী মহলের অভিযোগ, সেই সময় পূর্ব মেদিনীপুরে প্রভাবশালী নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। আগামী বৃহস্পতিবার বিচারপতি এই বিষয়ে বিস্তারিত শুনানি করবেন বলে জানান।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে হাওড়া, মালদা এবং দুই ২৪ পরগনায় অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই মামলায় দীর্ঘদিন শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি অমৃতা সিনহা যোগ্যদের চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন