অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের থেকে তোলাবাজির চেষ্টার ঘটনায় এবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব। তিন দিনের মধ্যে বিজেপি বিধায়ককে শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের সুপারিশপত্র দেখিয়ে এমএলএ হোস্টেলে ঘর বুক করেছিল ওই তিন জন।
যদিও বিজেপি বিধায়কের এই ইস্যুতে পাল্টা দাবি, যে তিন জন গ্রেফতার হয়েছে তাদের তিনি চেনেন না। তাঁর সুপারিশপত্র জাল করে ঘর বুক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র। ঘটনায় তদন্ত চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এমএলএ হোস্টেলের সুপার এবং বিধানসভার সচিবকেও চিঠি দিয়েছেন নিখিলরঞ্জন দে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন