কয়েকদিন আগেই বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এরপর পুলিশ তাঁর বাড়িতে নোটিস পাঠায় বলে জানা গিয়েছে। আর এবার একেবারে সদলবলে অর্জুন সিং-এর বাড়িতে হাজির হল পুলিশ। যদিও বিজেপি নেতা বাড়িতে ছিলেন না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পুলিশ মমতার নির্দেশে কাজ করছে। আমাকে যখন-তখন ডাকা হলে আমি যেতে পারব না।'
কয়েকদিন আগেই একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা। এরপরই অর্জুন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট শুভেন্দু অধিকারী। হামলাকারীদের সেভ প্যাসেজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।' শুধু জঙ্গি হামলা নয়, রাসায়নিক স্প্রে করেও শুভেন্দুকে মারা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন