পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় হায়দরাবাদ পুলিশ শুক্রবার সকালে গ্রেফতার করেছিল দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনকে। তার পরেই তেলঙ্গানার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সমালোচনা শুরু হয়েছে। যাতে খানিকটা ধুয়ো দিয়েছিল বিজেপি এবং আরএসএস-ও। কিন্তু সে সব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে রেবন্ত বলেছেন, 'পুলিশ রাজধর্ম পালন করেছে।' এর পাশাপাশিই সমালোচকদের একাংশকে পাল্টা বিঁধে রেবন্ত বলেছেন, "আজকে যদি অল্লুকে গ্রেফতার না করা হত, তা হলে অনেকে বলতেন অভিনেতা বলে পুলিশ ছাড় দিল। সাধারণ মানুষ হলে জেলে ঢুকিয়ে দিত। সুতরাং পুলিশ আইন মেনেই যা করার করেছে। আইন আইনের পথেই চলবে।এখানে কেউ নাক গলাতে পারবেন না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন