জেলেই রাত কাটল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনের। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি এই অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়েছেন অল্লু।
সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় অল্লুকে। তাঁকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা অল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন