ইভিএম ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ভোটযন্ত্রে কারচুপির প্রমাণ থাকলে সুপ্রিম কোর্টে বা নির্বাচন কমিশনে জমা দিন। প্রয়োজনে আন্দোলন গড়ে তুলুন। শুধুমাত্র বিবৃতি দিলে চলবে না। যদিও সাংসদের ব্যক্তিগত মতামত, ইভিএম সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্তা নেই। উল্লেখ্য, মহারাষ্ট্রে ভরাডুবির পর ইভিএম ইস্যুতে কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও তাদের সঙ্গে একমত হতে পারেনি ইন্ডিয়ার জোটের আরেক শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও। সেই তালিকায় নাম জুড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও।
দিল্লিতে অভিষেক বলেছেন, "ইভিএম নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে যান। প্রতিনিধি দল পাঠিয়ে কারচুপির বিষয়টি তুলে ধরুন। আর কারচুপি প্রমাণ না করতে পারলে আন্দোলন গড়ে তুলুন। দু-চারটে বিবৃতি দিয়ে কোনও লাভ হবে না।" নাম না করে তিনি যে কংগ্রেসকে নিশানা করলেন, তা বলাই বাহুল্য। কারণ, মহারাষ্ট্রের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকে ভোটযন্ত্রের গন্ডগোল নিয়ে সরব হয়েছে শতাব্দী প্রাচীন দলটিই। যদিও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা। কিন্তু তৃণমূল সাংসদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠে নেমে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করেছেন তিনি। ইভিএমের কার্যপদ্ধতি হাতেকলমে শিখেছেন। সেই অভিজ্ঞতা থেকে অভিষেকের মত, ইভিএমে কারচুপি নিয়ে অভিযোগ ভিত্তিহীন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন