নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন বিতর্কিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে ওই মামলার শুনানি হয়েছে। এ বার সেই মামলার শুনানিতেই সরাসরি বিচারকের কাছে জামিন চাইলেন পার্থ। পাশাপাশি, প্রাক্তন মন্ত্রী দাবি করলেন, তিনি নির্দোষ।
বৃহস্পতিবার আদালতে পার্থের আইনজীবী দাবি করেন, মন্ত্রী হিসেবে তাঁর মক্কেল এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। নিয়োগকাণ্ডে তাঁর কোনও ভূমিকাই ছিল না। গোটা নিয়োগ প্রক্রিয়ার তত্ত্বাবধান করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগকাণ্ডে জড়িত সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির সঙ্গেও পার্থের কোনও যোগাযোগ নেই। এর পরেই পার্থের আইনজীবী বলেন, "ওঁর বয়স ৭৩ বছর। তার উপর অসুস্থও। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক।"
অন্য দিকে, সিবিআইয়ের দাবি, নিয়োগকাণ্ডে ১৫২ জন যোগ্য চাকরিপ্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি। অথচ বিভিন্ন এজেন্ট মারফত টাকা তুলে ৭৫২ জন অযোগ্য চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। আর এই তালিকা পার্থ নিজেই পাঠিয়েছিলেন। সেই তালিকায় নাম থাকা ৭৫২ জনের মধ্যে ৩১০ জন অযোগ্য চাকরিপ্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়। ফলে নিয়োগকাণ্ডের সঙ্গে পার্থের সরাসরি যোগ নেই, এই দাবি অমূলক। আদালতে সিবিআই জানিয়েছে, এই মুহূর্তে তথ্যপ্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে। সাক্ষীদের বয়ানও নেওয়া হচ্ছে। তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এর ফলে এখন পার্থকে জামিন দিলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। তবে ওই মামলায় রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন