হাই কোর্টে বড় ধাক্কা। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। যেহেতু প্রোডাকশান ওয়ারেন্ট জারি হয়েছে, এর অর্থ সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছে। তাই আগাম জামিনের আর্জি গ্রহণযোগ্য নয়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করতে পারে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। এই আশঙ্কায় গত মাসেই আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই বিচারপতি জয়মাল্য বাগচী সুজয়কৃষ্ণের আইনজীবীকে বলেন, "আমাদের মতে সুজয়কৃষ্ণকে গ্রেপ্তার করছে সিবিআই। যেহেতু গ্রেপ্তারের পর আদালতে পেশ করা সম্ভব হয়নি, তাই এই প্রশ্ন আপনি তুলতেই পারেন যে এই গ্রেপ্তারি বৈধ কি না? কিন্তু তার প্রেক্ষিতে সিবিআইয়ের কিছু যুক্তি রয়েছে।"
সিবিআইয়ের আইনজীবী বলেন, "আমরা আদালতের সামনে পেশ করার জন্য জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু জেলের তরফে জানানো হয় তিনি অসুস্থ, তাই সশরীরে তাকে পেশ করা সম্ভব নয়।এমনকী ভারচুয়ালিও পেশ করা সম্ভব নয়।" সবপক্ষের যুক্তি শুনে বিচারপতি বলেন, "আদালতে পেশ করা সম্ভব হয়নি কেন, সেটা আগাম জামিনের মামলার বিচার্য বিষয় নয়। "
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন