গত কয়েকদিন ধরেই কলকাতায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোর ও রাতে পথঘাট ঢাকছে কুয়াশায়। তবে এই ঠান্ডায় মোটেই খুশি নন শীতপ্রেমীরা। এবার তাঁদের জন্য সুখবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির ঘরে। দাপট দেখাবে উত্তুরে হাওয়াও। ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলার বাসিন্দাদের জবুথবু করে দিতে পারে শীত। তাপমাত্রা নামতে পারে দশ ডিগ্রির নিচে।
এদিকে, ঘন কুয়াশার সতর্কবার্তা মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপটে সড়ক পথে যান চলাচল ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে। এদিকে শৈত্য প্রবাহের পরিস্থিতি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন