নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদনের মামলা চলছিল বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সোমবার বিচারপতি জামিন মঞ্জুর করেন অয়নের। ইডির মামলায় তিনি জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।
সোমবার বিচারপতি ঘোষ ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে অয়নের জামিন মঞ্জুর করেছেন। তবে পাসপোর্ট জমা রাখতে হবে। সেই শর্তেই পুর নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন অয়ন। গত বছরের ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়ন। তার আগে অয়নের চুঁচুড়ার জগুদাস পাড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি তালিকাও ছিল। ইডি সূত্রের দাবি, প্রায় শতাধিক উত্তরপত্রের (ওএমআর শিট) প্রতিলিপিও উদ্ধার হয়েছে। ছিল সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথিও।
শুধু ইডি নয়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তেও উঠে এসেছিল অয়নের নাম। এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটেও অয়নের নাম ছিল। ওই চার্জশিটে দাবি করা হয়েছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন