ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। এবছরই ত্রিপুরা ছেড়ে বাংলায় ফিরেছিলেন তিনি। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবারের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলেই অবসর ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অবসরের পর হয়তো বাংলার উইকেটকিপিং কোচের ভূমিকায় নতুন ইনিংস শুরু করবেন ঋদ্ধি। রনজিতে ইতিমধ্যেই তিনটে ম্যাচ হয়ে গিয়েছে বাংলার। সামনেই কর্নাটক আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। তারপর গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচ আবার ঘরের মাঠে খেলবেন অনুষ্টুপ মজুমদাররা। যদি বাংলা নক আউটে না যেতে পারে তাহলে ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে কলকাতাতেই। রবিবার স্যোশাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগে ভেসে যান উইকেট কিপার-ব্যাটার। লেখেন, "এই মরশুমই আমার শেষ মরশুম। শেষবারের মতো বাংলার হয়ে নামতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অবসরের আগে শেষবার রনজি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন