ভোট পরবর্তী হিংসায় প্রথম জামিন। ফের বড় ধাক্কা খেল সিবিআই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে একাধিক হিংসার ঘটনা ঘটেছিল, তা নিয়েই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই এবার প্রথম জামিন। ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করে অপু মুখার্জি, আজহার শেখ, রাজেন্দ্র শর্মা ও সুরেশ লালার। এই চারজনই তৃণমূল কর্মী। কৃষ্ণনগরে ভোট পরবর্তী হিংসা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ তিন বছর জেলবন্দি থাকার পর জামিন পেলেন তাঁরা।
জামিনের বিরোধিতা করে সিবিআই। নির্বাচন পরবর্তী মামলায় সিবিআই এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর বক্তব্য, এরা প্রত্যেকেই খুনের আসামী। এ ধরনের আসামীদের জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। শীর্ষ আদালতে সিবিআই বলে, "অভিযুক্তরা অস্ত্র ব্যবহার করেছে। একজনের বুলেট আঘাত রয়েছে"।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন