আর জি কর আবহে স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে। বিধানসভায় এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তদন্তও করাবে রাজ্য সরকার। মমতা এদিন বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলে দিয়েছেন,"ওই সময় স্বাস্থ্যসাথীর টাকা অনেক বেশি খরচ করতে হয়েছে। "
আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারা যে সময় কর্মবিরতিতে ছিলেন, ঘটনাচক্রে সেই সময়ই স্বাস্থ্যসাথী খাতে খরচ বেড়েছে রাজ্য সরকারের। অভিযোগ, সরকারি হাসপাতালে কাজ না করলেও ওই সময় দিব্যি বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে গিয়েছেন চিকিৎসকদের অনেকেই। স্বাস্থ্যসাথীর খরচও বেড়েছে সেকারণেই। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সরব হয়েছিলেন। তবে নির্দিষ্ট কোনও চিকিৎসকের বিরুদ্ধে তথ্য দেননি তিনি। এদিন বিধানসভায় মমতা বললেন, "কখনও কখনও অপ্রিয় সত্য বলতে নেই। হয়েছে এমন অনেক কিছু। আমাদের অনেক টাকা বেরিয়ে গেছে। আর জি কর মামলা বিচারাধীন। তাই ধরতে পেরেছি। এই স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছে। আমি ভালো করে তদন্ত করেছি। ডবল ক্রস করছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন