ঘাটালের তৃণমূল সাংসদ দেবের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল মারামারি ঘটনা ঘটে। কিল, চড়, ঘুষি তো বটেই, বাঁশ-লাঠি নিয়েও চলল পরস্পরের বিরুদ্ধে হামলা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ঘটনাস্থল ছেড়ে চলে আসতে বাধ্য হন দেব।
রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম৷ ঘাটালের শিশু মেলার রাশ কার হাতে থাকবে, তা নিয়েই দেব এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে খবর। যদিও গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন এলাকার প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই। তাঁর দাবি তৃণমূলকে বদনাম করতেই অন্য কেউ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সাংসদ দেব৷ এই ঘটনায় মোট ১৪ জনকে আটক করেছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন