অনুমোদনপত্র পাওয়ার পরেও নিয়োগপত্র নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছিলেন উচ্চ প্রাথমিকের বেশ কিছু চাকরিপ্রার্থী। এমনটাই অভিযোগ। এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে পাওয়া খবর,উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে চাকরি পাওয়া ক্ষেত্রে আট দফার দাবি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান,"যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে যাতে কোনও ধরণের অসুবিধা না হয়, তাই কী কী অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন তা নিয়ে আমরা একটি সুস্পষ্ট বিজ্ঞপ্তি জারি করেছি।"
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, "যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেটে যাতে কোনও ধরণের অসুবিধা না হয়, তাই কী কী অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন তা নিয়ে আমরা একটি সুস্পষ্ট বিজ্ঞপ্তি জারি করেছি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন