কিছুদিন আগেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছিলেন তিনি। আর এবার তাঁরই মেয়ে স্নেহার জীবনে শুরু হতে চলেছে নতুন ইনিংস! স্নেহার মা মোম ইনস্টা পোস্টে জানিয়েছেন, মেয়ের জীবনে সদ্য একজন এসেছেন। আর দুজনকে একসঙ্গে দেখে তিনি যে বেশ খুশি সেটাও জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবি শেয়ার করেছেন মোম। বেশ একটা রোম্যান্টিক মেজাজে স্নেহা ও তাঁর প্রেমিককে দেখা গিয়েছে। ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি-সহ প্রেম নিবেদন করছেন নিখিল। এমনই ছবি শেয়ার করেছেন যুগল। মোম সেই পোস্টে লিখেছেন- সেই দিনটা তা হলে এসেই গেল, আমার ছোট্ট মেয়ে বড় হয়েছে। জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য এবার ও প্রস্তুত। ওদের দুজনকেই অনেক শুভেচ্ছা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন