আবাস যোজনার টাকা এখনও মেলেনি। ১০০ দিনের কাজের টাকাও মেটেনি। কিন্তু, এমন সময় বাংলার জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে টাকা পাঠল কেন্দ্র। বাংলার ভাঁড়ারে এল ১৪০০ কোটি টাকা। প্রসঙ্গত, নানা প্রকল্পে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা থেকে অভিষেক। টাকা না দেওয়ায় সুর চড়িয়েছেন ঘাসফুল শিবিরের আরও অনেত বড়সড় নেতারাই। যদিও পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।
বর্তমানে পথশ্রী প্রকল্পের টাকাও রাজ্য নিজের পকেট থেকেই খরচ করে। শেষবার গ্রামীণ সড়ক যোজনার টাকা এসেছিল ২০২২ সালে। তারপর থেকে এই প্রকল্পে কোনও টাকা ছাড়েনি কেন্দ্র। মঙ্গলবার রাজ্যের কাছে যে চিঠি এসেছে তাতে এবার টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যদি সড়ক যোজনার কাজের ক্ষেত্রে ৬০ শতাংশ টাকা কেন্দ্র দিলেও বাকি ৪০ শতাংশ রাজ্যকে দিতে হয়। অপরদিকে, শুক্রবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের বঞ্চনার অভিযোগের পাল্টা দিতে গিয়ে একেবারে খতিয়ান দিয়ে বোঝান কোন কোন প্রকল্পে কত টাকা দিয়েছে কেন্দ্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন