আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে বায়োলজিক্যাল তথ্যপ্রমাণ মিলেছে, তারই ভিত্তিতে সঞ্জয় রাইকে অভিযুক্ত বলা হয়েছে। সোমবার শিয়ালদহ আদালতে এমনই দাবি করল সিবিআই।
সঞ্জয় যে একাই এই নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত তা তারা চার্জশিটে কোথাও এমন কথা বলেনি বলেও বিচারককে জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী। তিনি বলেন, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করে চার্জশিট দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে এখানেই তদন্ত শেষ হয়েছে। সঞ্জয় যে একা, এটা আমার চার্জশিটে বলিনি।এটার জন্যই তদন্ত চলছে।'
আরজি কর কাণ্ডে সঞ্জয় একা অভিযুক্ত কি না, তা নিয়েই প্রথম থেকে বিতর্ক ছিল। কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় একা অভিযুক্ত বলেই এতদিন দাবি করা হয়েছে। তবে ধর্ষণ এবং খুনের ঘটনায় অন্য কেউ যুক্ত কি না, সেই খোঁজ যে এখনও চলছে, এ দিন আদালতে সিবিআই-এর বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন