গানের স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতন! বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্পর্কে তিনি গায়ক পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই। মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানার আধিকারিকরা। প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে ১৫ বছরের নাবালিকাকে সঙ্গীতচর্চার বাহানায় শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বইতে নামী গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। নাবালিকাকে যৌন হেনস্থার করার পর থেকেই পালিয়ে মুম্বইতে ছিলেন তিনি। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন-এর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নাবালিকা। পরিবার সূত্রে খবর, একাধিকবার মেয়েটির সঙ্গে এমন করার চেষ্টা করেন সঞ্জয়। এরপরেই চারু মার্কেট থানায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা পরিবার। তারপর থেকেই অভিযুক্ত সঞ্জয় মুম্বইয়ে গা ঢাকা দেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন