কেন্দ্রীয় সরকারি চাকরি যাঁরা করেন তাঁদের নজরে এখন অষ্টম পে কমিশনের দিকে। শোনা যাচ্ছে, ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতনযার জেরে বেসিক স্যালারি হতে পারে প্রায় ৫০ হাজার টাকা। যা বর্তমানে ১৮ হাজার টাকা। ষষ্ঠ পে কমিশনে কেন্দ্র সরকারি কর্মচারীরা পেতেন ৭ হাজার টাকা। সপ্তম পে কমিশনে বৃদ্ধি পেয়ে তা হয় ১৮ হাজার টাকা। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিব গোপাল মিশ্র জানিয়েছেন এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে ২.৮৬। সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭, নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও ২৯ বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় ২.৮৬, তাহলে বেতন একলাফে ১৮৬ শতাংশ বেড়ে দাঁড়াবে ৫১,৪৮০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে শুধু চাকরিরতরাই নন, পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন