দেশের মাটিতে কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত শর্মা? ৬-৭ মাস পরে কি আর সাদা জার্সিতে দেখা যাবে না হিটম্যানকে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ হারের পর থেকেই এমন খবর শোনা যাচ্ছে ক্রিকেটমহলে। সূত্রের খবর, টেস্টকে বিদায় জানানোর কথা ভাবছেন ভারত অধিনায়ক। ঘরের মাঠ মুম্বইতে নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত, একথা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, টেস্ট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইছেন না ভারত অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের চলতি মরশুমের পরে আর তাঁকে সাদা জার্সিতে দেখা আবে না। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না হিটম্যান। তার পরে আর চারটি টেস্ট থাকছে রোহিতের হাতে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে লর্ডসে খেলে টেস্টকে বিদায় জানানোর সুযোগ থাকবে রোহিতের কাছে।
নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে। ৪-০ জিততে পারলে তবেই সরাসরি ফাইনাল খেলার ছাড়পত্র পাবে মেন ইন ব্লু। তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর ফলাফলের দিকে। ভারত যদি একান্তই ফাইনাল খেলতে না পারে তাহলে হয়তো অজিভূমেই শেষ হয়ে যাবে রোহিতের টেস্ট কেরিয়ার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন