জল্পনা এখনও শেষ হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা জিইয়ে রাখলেন কোচ গৌতম গম্ভীর। তবে তিনি জানিয়ে দিয়েছেন যে রোহিত না খেললে তাঁর বদলে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেন, "বুমরা দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলচে পারে তা হলে পার্থে ওই দলকে নেতৃত্ব দেবে।" অবশ্য রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন কি না সে বিষয়ে কিছু খোলসা করেননি ভারতের কোচ। তিনি জানিয়েছেন, সিরিজ় শুরু হওয়ার আগে জানা যাবে যে রোহিত প্রথম টেস্টে খেলবেন কি না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন