আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনলেন রিঙ্ক সিংহ। কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকা দিয়ে তিন বছরের জন্য ধরে রাখার পরই নতুন বাংলো কিনেছেন উত্তরপ্রদেশের ব্যাটার। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নজর কেড়েছিলেন রিঙ্কু। তার পর থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ নাম কিনেছেন তিনি। আইপিএলের সাফল্যে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন। কেকেআর কর্ণধান শাহরুখ খানেরও অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি। সেই রিঙ্কুকেই এ বার সবচেয়ে বেশি ১৩ কোটি টাকা খরচ করে ধরে রেখেছেন কেকেআর কর্তৃপক্ষ। তার পরই আলিগড়ে নতুন বাংলো কিনেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার। পরিবারের সকলের উপস্থিতিতে নতুন বাড়ির চাবি হাতে পেয়েছেন রিঙ্কু। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে৷ ইতিমধ্যে দেশের হয়ে ২টি এক দিনের ম্যাচ এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের তিনি সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠেছিল। ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই হিসাবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ় গিয়েছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন