সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা, দেহরক্ষী আশরফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডেকে আদালতে পেশ করা হয় বলে জানা গিয়েছে। আদালতে সশরীরে পেশ করা হয়েছিল আশিস পাণ্ডেকে। এর সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি। জামিনের আবেদন করেন আশিস পাণ্ডে, সুমন হাজরা ও বিপ্লব সিংহ। বিপ্লব সিংহের জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, ‘'বিপ্লব শুধু আরজি করে ওষুধ সরবরাহ করতেন এমন নয়, এসএসকেএম, হাওড়া গ্রামীন হাসপাতাল, মেডিক্যাল কলেজেও ওষুধ সরবরাহ করতেন। কারণ তাঁর সেই শংসাপত্র ছিল বলেই বরাত পেয়েছিলেন।' এর পরেই
সিবিআইয়ের আইনজীবী বলেন, 'গুরুতর অভিযোগের ভিত্তিতে একাধিক তথ্য ও নথি পাওয়া গেছে। দুটো মামলার মধ্যে কোনও যোগ আছে কী না তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণ ও খুনের মামলা থেকে শুরু হয়েছে, পরে এই দুর্নীতির বিষয় সামনে এসেছে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন