পরপর দুদিন শুনানি না হওয়ার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হল আরজি কর মামলার শুনানি। স্টেটাস রিপোর্ট তুলে দেওয়া হল সিবিআইয়ের তরফে। সলিসিটার জেনারেল তুষার মেহেতা এদিন আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁর জুনিয়র স্টেটাস রিপোর্ট তুলে দেন প্রধান বিচারপতির হাতে।
স্টেটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, ‘ষষ্ঠ স্টেটাস রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, শিয়ালদহ আদালতে চার্জ ফ্রেম হয়েছে বিএনএস অনুযায়ী, অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে। পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর। তদন্ত চলছে, এই পরিস্থিতিতে আমরা বিস্তারিত কিছু বলব না তদন্ত সম্পর্কে। ৪ সপ্তাহ পর পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে।"
এদিকে, এনটিএফের তরফেও স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু আইনজীবী ইন্দিরা জয়সিং এবং করুণা নন্দী বলেন, তাঁদের হাতে এনটিএফের স্টেটাস রিপোর্ট দেওয়া হয়নি। রাজ্যের তরফে কপিল সিব্বল বলেন, "আশা করব পরবর্তী শুনানি দ্রুত হবে। রাজ্যের তরফে দ্রুত এই মামলার নিষ্পত্তি চাইছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন