বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির। মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। শিল্পা শেট্টির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি ঝামেলার মাঝেই এবার পর্ন কাণ্ডে নতুন করে বিপাকে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার সাতসকালে রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় ইডি। মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। 'হটশটস' নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্য বছর খানেক আগেই হাজতবাস হয়েছিল রাজের। পাক্কা দু মাস জেলে কাটিয়ে তার পর জামিন পান।। সেই স্মৃতিকে অতীতের খাতায় ফেলে রেখে যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রাজ-শিল্পা। তখনই ফের দুয়ারে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন