সাংসদ হিসেবে এই প্রথমবার শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি। কেরলের ওয়েনাড থেকে নিজের দাদা রাহুল গান্ধি পরিবর্তে সা্ংসদ হলেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশের রায়বরেলি থেকেও জয়ী হওয়ায় ওয়েনাডের সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন রাহুল। প্রিয়াঙ্কা গান্ধি শপথ নেওয়ায় এই মুহূর্তে গান্ধি পরিবার থেকে তিন জন প্রতিনিধি সংসদে থাকলেন। রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও তাঁদের মা সনিয়া গান্ধি রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন। ওয়েনাড থেকে জয়ের ক্ষেত্রে দাদা রাহুলের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। ৬ লক্ষ ২২ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সিপিআই প্রার্থী সত্যেন মোখেরির সঙ্গে তাঁর ব্যবধাবন ছিল চার লক্ষেরও বেশি ভোটের। বিজেপি প্রার্থী নব্য হরিদাসের তুলনায় ৫ লক্ষ ১২ হাজার বেশি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা৷ভোটে জয়ের পরই ওয়েনাডের মানুষকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা। সংসদে তিনি তাঁদের কণ্ঠস্বর হয়ে ওয়েনাডের মানুষের আশা এবং স্বপ্নপূরণের চেষ্টা করবেন বলেও এক্স হ্যান্ডেলে লেখেন কংগ্রেস নেত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন