আরজি কর-কাণ্ড থেকে বিতর্কের সূত্রপাত হয়। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তিন মাসের মধ্যেই কসবাকাণ্ড।
কলকাতার বুকে শাসকদলের কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। আবারও প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এই আবহে বুধবার কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধানের পদ থেকে সরানো হল মুরলীধরকে। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন তিনি। এর পাশাপাশি গোয়েন্দাপ্রধানের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। বুধবার বিবৃতি জারি করে সেই মুরলীধরকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের পুলিশ অ্যাকাডেমিতে। ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর প্রণব কুমারকে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশে মুরলীধরের জায়গায়। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল। পুলিশি তদন্তের শুরু থেকে ঘটনা পরম্পরা এবং তদন্তের খুঁটিনাটির সঙ্গে যুক্ত ছিলেন মুরলীধর। আরজি করের অকুস্থলেও তিনি গিয়েছেন একাধিক বার। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গিয়েছেন। ওই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতারের পর তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাংবাদিক বৈঠকেও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে একাধিক বার। এমনকি, ধর্ষক এবং খুনি যে এক জনই— এই দাবিও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের মধ্যে তাঁর গলাতেই প্রথম শোনা গিয়েছিল। মুরলীধরের ওই দাবির পর থেকেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোড়ন পড়ে যায়। ওই ঘটনায় দোষী এক জনই— এই তত্ত্ব মানতে রাজি ছিলেন না জুনিয়র ডাক্তারেরা। ওই ঘটনা কোনও এক জনের পক্ষে ঘটানো সম্ভব নয় বলে দাবি করতে থাকেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন