প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা। জানা যায়, এর জেরে নাকি তিনি এক বছর কথা বলেননি তাঁদের সঙ্গে। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি। এ ভাবেই এক সঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তাঁরা। বিবাহিত জীবনে কখনও কোনও অশান্তির আঁচ পড়তে দেননি তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন