৩৬০ দিন পর ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তন মহম্মদ শামির। চোট সারিয়ে রনজি ট্রফিতে ফিরেই আগুন ঝরালেন এই বঙ্গ পেসার। বৃহস্পতিবার একদিনেই চার উইকেট গেল তাঁর ঝুলিতে। শামির দুরন্ত বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেল মধ্যপ্রদেশের ব্যাটাররা। বাংলার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেটশিকারী শামিই। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে। চোট সারিয়ে ফিট হওয়ার চেষ্টা করা সত্ত্বেও তাঁর জায়গা হয়নি বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে। তবু দাঁতে দাঁত চেপে শামি রিহ্যাব চালিয়ে গিয়েছেন নিজেকে ফিট করে তোলার জন্য। অবশেষে বাংলার হয়ে রনজি ম্যাচে নেমে পড়েছেন। বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁকে রাখা হয় বাংলার প্রথম একাদশে। একবছর পরে খেলতে নেমেও ঠিক আগের মতোই বল হাতে আগুন ঝরালেন বঙ্গ পেসার। বুধবার পর্যন্ত ভালো জায়গায় থাকা মধ্যপ্রদেশ ইনিংসকে শেষ করে দিলেন একা হাতেই। মাত্র ১৯ ওভার বল করে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন