জুনিয়র ডাক্তারদের পরীক্ষায় বসার ব্যবস্থাতেও কড়াকড়ি করা হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। পরীক্ষার্থীদের দু’টি সারির মাঝে অন্তত ৩৬ ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। ক্রমিক নম্বর অনুযায়ী পরীক্ষার হলে বসতে হবে পরীক্ষার্থীদের। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও রকম আপস করতেই রাজি নয় সরকার।
মেডিক্যাল কলেজগুলির পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠেছিল। মমতা বলেছিলেন, পরীক্ষায় আর কাউকে ‘ঘাড় ঘোরাতে’ দেওয়া হবে না। তার পরেই পরীক্ষা পদ্ধতি নিয়ে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেখানেই একাধিক কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা হবে সিসি ক্যামেরার নজরদারিতে। পরীক্ষাকেন্দ্রে দু’টি সারির মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখতে হবে। আবশ্যিক দূরত্ব বজায় রাখতে হবে পরীক্ষার্থীদের মাঝে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন