'রামরেড' পুলিশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ। পুলিশ অফিসারদের একাংশের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তাঁর এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। পালটা দিয়েছেন বিরোধীরা। বামনেতা সুজন চক্রবর্তীর কথায়, "এটাই এখন পরিস্থিতি। কেউ তোলাবাজিতে সমর্থন না করলে তাঁকে বদলি করে দেওয়া হবে।" বৃহস্পতিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ও পুলিশের নিষ্ক্রীয়তা-র প্রতিবাদে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে যোগ দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "যাঁরা এখন রাজ্য সরকারে থেকেও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। দায়িত্ব-কর্তব্য ভুলে অন্তর্ঘাত করছেন সেই সমস্ত বামপন্থী পুলিশ কর্মীদের বলছি, ২০২৬ সালের পর সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে, তৈরি থাকুন।" এর পর পুলিশ কর্মীদের নিজের রাজনৈতিক অবস্থান ভুলে প্রকৃত পুলিশকর্মী হিসেবে কাজ করার অনুরোধও জানান তিনি। কুণাল ঘোষের এই বদলির হুঁশিয়ারিতেই তৈরি হয়েছে বিতর্ক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন