রাজস্বে ঘাটতি নিয়ে ঘোর দুশ্চিন্তায় পড়েছে কলকাতা পুরসভা। আর সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জরুরি বৈঠক ডাকলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, আগামী ১৩ নভেম্বর পর্যালোচনা বৈঠক ডেকেছেন কলকাতার মেয়র। কোন পথে পুরসভার রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা যায়, তার রূপরেখা ঠিক হবে ওই বৈঠকে। গত অর্থবর্ষে এই সময়কাল পর্যন্ত কলকাতা পুরসভা বিভিন্ন বিভাগ থেকে যে রাজস্ব আদায় করেছিল, চলতি আর্থিক বছরে আদায় তার থেকে বেশকিছুটা কম। সম্পত্তি করের পাশাপাশি বিল্ডিং, লাইসেন্স ফি, পার্কিং, জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-সহ বিভিন্ন বিভাগ থেকে রাজস্ব আদায় করে পুরসভা। চলতি অর্থবর্ষের অগস্ট মাসের শেষ দিন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ ১০৯ কোটি ৬৬ লক্ষ টাকা কম হয়েছে। তবে অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত সেই ঘাটতি খানিকটা কমে হয়েছে ৭৮ কোটি ১৬ লক্ষ টাকা। পুরসভার একটি সূত্র জানাচ্ছে, বিভিন্ন খাতে পুরসভার খরচ দিন দিন বাড়ছে। সঙ্গে রয়েছে বিপুল দেনার বোঝা। কিন্তু পুরসভার আয় তেমন বাড়েনি। তাই মেয়র রাজস্ব বৃদ্ধি করার কৌশল নিয়ে আলোচনা করবেনওই বৈঠকে।
রাজস্ব আদায় কমলে সার্বিক ভাবে কলকাতা পুরসভার উন্নয়নমূলক কাজ থমকে যাবে। কারণ শহর কলকাতার রক্ষণাবেক্ষণে প্রতি মাসে কয়েক কোটি টাকা খরচ করে পুরসভা। আয় না বাড়লে সেই সব কাজ করা পুরসভার পক্ষে অসম্ভব হয়ে পড়বে বলেই মিনে করছে পুর আধিকারিকদের অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন