নিরাপত্তা বাড়ল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। এ বার থেকে তিনি ওয়াই প্লাস পর্যায়ের নিরাপত্তা পাবেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আজ শনিবার বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন জেলা তৃণমূলের নেতারা। যদিও নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গে কোনও মন্তব্য করতে রাজি নন কাজল শেখ। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, প্রশাসন ও দল নিশ্চয়ই ভাল মনে করেছে, তাই এই সিদ্ধান্ত তারা নিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন