সমালোচনা বেড়েই চলেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই। ব্যাটে রান নেই ভারতের দুই ক্রিকেটারের। কী ভাবে রানে ফিরবেন তা নিয়ে পরামর্শ কম আসছে না। বেশির ভাগের মুখেই ঘরোয়া ক্রিকেট। সেই একই কথা বললেন মহম্মদ কাইফ। তবে তার সঙ্গে আরও একটি পরামর্শ দিয়েছেন তিনি। বিরাট, রোহিতদের আরাম ছেড়ে পরিশ্রমে ফেরার কথা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
অস্ট্রেলিয়া সফর খেলতে ১১ নভেম্বর রওনা হওয়ার কথা ভারতীয় দলের। অর্থাৎ, হাতে কয়েক দিন সময় রয়েছে। এই সময় রঞ্জিতে দিল্লির খেলা চণ্ডীগড়ের বিরুদ্ধে। মুম্বইয়ের সামনে ওড়িশা। এই দুই ম্যাচে দুই ক্রিকেটারকে খেলার পরামর্শ দিয়েছেন কাইফ। তিনি বলেন, "এখন ওদের ফর্ম দরকার। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করতে হবে। রঞ্জিতে যদি ওরা শতরান করে তা হলে ওদেরই আত্মবিশ্বাস বাড়বে। ওদের উচিত রঞ্জি খেলা।" আরাম ছেড়ে পরিশ্রমের কথা বলেছেন কাইফ। যেখানেই খেলতে যান, বিলাসবহুল হোটেলে থাকেন রোহিত, বিরাটেরা। বিমানে, বড় গাড়িতে যাতায়াত করেন। সে সব আপাতত তাঁদের ভুলতে হবে বলেই মনে করেন কাইফ। তিনি বলেন, "ওদের এখন ঘরোয়া ক্রিকেটের দিকে মন দেওয়া উচিত। রঞ্জি খেলতে গেলে জাতীয় দলের আরাম ওরা হয়তো পাবে না। সে সব এখন বাদ দেওয়া উচিত। বড় গাড়ি, বিমান, বিলাসবহুল হোটেলের আরাম ছাড়া উচিত ওদের। পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য আসবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন