তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত করে ৬ উইকেটে ২১৯ রান। এর জবাবে আয়োজকেরা করল ৭ উইকেটে ২০৮। টান টান উত্তেজনার ম্যাচে ভারত জিতল ১১ রানে। এক-দু’জনের ব্যাটে ভর করে বড় রান করে সূর্যকুমার যাদবের দল। প্রথম ম্যাচে শতরান করার পর সঞ্জ স্যামসনের ব্যাটে আবার খরা। পর পর দু’টি ম্যাচে তাঁর অবদান শূন্য। এ দিন আবার টানা ব্যর্থতা কাটিয়ে অর্ধশতরান করলেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার (১) নিজেও ধরা পড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে।স্বাভাবিক পরিস্থিতিতে শট নির্বাচনে ভুল করছেন তাঁরা। এদিনও ব্যাটারদের ব্যর্থতায় ভারতীয় দলের ইনিংস যত দূর পৌঁছবে বলে মনে হচ্ছিল, তার বেশ কিছুটা আগেই থেমে গেল। শেষ ওভারে উঠল মাত্র ৪ রান। তবু ভারতীয় ইনিংসকে ঝকঝকে দেখাল তিলক বর্মার অপরাজিত শতরানের জন্য। তাঁর ৫৬ রানে ১০৭ রানের ইনিংস, অভিষেকের ২৫ বলে ৫০ রান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন