ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার ক্রিকেট বিশেষজ্ঞরা অনেক প্রশ্ন তুলেছেন। এমন আবহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে। ব্যাট হাতে সঞ্জু স্যামসনের তুখোড় ইনিংসের পর ভারতীয় দুই বোলারের জোড়া ফলা ফালাফালা করে দিল প্রোটিয়াদের।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ১৪১ রানে প্যাকআপ হয়ে যায় প্রোটিয়াস। বল হাতে তুখোড় পারফরম্যান্স রবি বিষ্ণোই ও কেকেআরের বরুণ চক্রবর্তীর। ২ জনেই ৩ টি করে উইকেট নেন।
জয়ের প্রয়োজনীয় ২০৩ তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান হেনরিখ ক্লাসেনের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন