ব্যতিক্রম শুভমন গিল, ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর। ভারতীয় শিবিরের বাকি ব্যাটারেরা মুম্বই টেস্টের প্রথম দিনের শেষ ১৫ মিনিট থেকে তেমন কিছু শিক্ষা নেননি। তবু নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসের ২৩৫ রান টপকে ২৬৩ রান তুললেন রোহিত বাহিনী। ২৮ রানে এগিয়ে থাকা ভারতকে দ্বিতীয় দিনের শেষে আবার লড়াইয়ে ফেরালেন বোলারেরা। দিনের শেষে নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ৯ উইকেটে ১৭১। সফরকারীরা এগিয়ে ১৪৩ রানে।
ওয়াংখেড়ের ২২ গজে বল অপ্রত্যাশিত ভাবে ঘুরছে। কোনও বল লাফাচ্ছে। প্রতি ঘণ্টায় আরও কঠিন হচ্ছে ব্যাটিং। ভারতের স্পিন সহায়ক পিচে এ দেশের স্পিনারদের বল খেলা কতটা কঠিন, তা শনিবার বুঝলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। তিন টেস্টের সিরিজ়ের শেষ ইনিংসে তাঁদের এই বোঝায় ভারতীয় দল খুব বেশি হলে মুখ রক্ষা করতে পারে। তা-ও নির্ভর করবে ব্যাটারদের উপর। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা প্রথম ইনিংসের মতো আবার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলে, ঘরের মাঠে ০-৩ ব্যবধানে সিরিজ় হার অসম্ভব নয়। ২০১২ সালের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ় হারল ভারতীয় দল। পুণেতেই সিরিজ় পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ রয়েছে মুম্বইয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন