কেউ বলেছিল সিরিজের ফল ৫-০, কেউ বলেছিল ৪-০। পারথে অস্ট্রেলিয়ার সামনে ভারত দাঁড়াতে পারবে না বলেও মনে করেছিলেন অনেকেই। নিউ জিল্যান্ডের কাছে ০-৩ চুনকামের পর ভারতীয় দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিজেদের ডেরায় টের পেল অজিরা। পারথে অস্ট্রেলিয়ার দম্ভ মাটিতে মিশিয়ে দিল টিম ইন্ডিয়া। যেই মাঠে কেউ হারাতে পারেনি অজিদের, সেখানেই ভারতীয় পতাকা উড়ল পতপত করে। বুঝিয়ে দিল অজিভূমে সিরিজ জয়ের হ্য়াটট্রিক করতেই পা রেখেছে ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল টিম ইন্ডিয়া।
পারথে প্রথম দিনের প্রথম সেশন বাদে গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে ভারতীয় দল। কোনও লড়াই দিতে পারেনি ব্যাগি গ্রিনরা। ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের আগুনে বোলিংয়ে ৪৬ রানের মহামূল্যবান লিড পায় ভারতীয় দল। আর প্রথম ইনিংসে যে ভারতীয় দলের ব্যাটিংকে নড়বড়ে দেখিয়েছিল দ্বিতীয় ইনিংসে যেন সম্পূর্ণ অন্য দল।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অজি পেস অ্যাটাককে রীতিমত শাসন করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানের সৌজন্য পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। যশস্বী করেন ১৬১ রান, ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড ছিল ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার সাননে টার্গেট দাঁড়ায় ৫৩৪ রান। তৃতীয় দিনের শেষেই অজিদের কোমড় ভেঙে দিয়েছিল ভারতীয় দল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন