পারথ টেস্টে 'আন্ডারডগ' ছিল ভারত। ঘরের মাঠে ০-৩ হোয়াইটওয়াশ হয়ে খেলতে যাওয়া দল অস্ট্রেলিয়ার মাটিতে নেমে কুপোকাত হবে বলেই ধরে নিয়েছিল ক্রিকেটমহলের একাংশ। কিন্তু ক্রিকেটবোদ্ধাদের ভুল প্রমাণ করে দিল জশপ্রীত বুমরাহর ভারত। তৃতীয় দিনের শেষে ৫২২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। সবমিলিয়ে, পারথে টেস্ট জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত।
পারথ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৪১ রান এসেছিল প্রথম টেস্ট খেলতে নামা নীতীশ রেড্ডির ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড রয়েছে। তার পরে অজিভূমে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েছেন যশস্বী এবং কে এল রাহুল। ২০১ রান ওঠে তাঁদের জুটিতে। ৭৭ রান করেন রাহুল। ১৬১ রানের অনবদ্য ইনিংস আসে যশস্বীর ব্যাট থেকে। মধ্যাহ্নভোজের বিরতির পরে খানিকটা ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ওই সময় পরপর আউট হন দেবদত্ত পাড়িক্কল (২৫), ঋষভ পন্থ (১) এবং ধ্রুব জুরেল (১)। কিন্তু অজি দাপট ফের ফিকে হয়ে যায় বিরাট কোহলির সামনে। টেস্ট কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকালেন। বিরাটের শতরান হতেই ইনিংস ডিক্লেয়ার করেন বুমরাহ। ৪৮৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৫২৪ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই বুমরাহর বলে এলবিডব্লিউ হন নাথান ম্যাকসুইনি। নাইটওয়াচম্যান হিসাবে নামা প্যাট কামিন্সকে ফেরান মহম্মদ সিরাজ। দিনের শেষ বলে আউট হন মার্নাস লাবুশেন। তিন উইকেট খুইয়ে সাকুল্যে ১২ রান উঠেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। জেতার জন্য ৫২২ রান চাই তাদের। অন্যদিকে আর সাত উইকেট তুললেই পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাবে ভারত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন